
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। আজ বুধবার দিনব্যাপী লোকমোর্চার সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে। লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অডিও বক্তব্য রাখেন মাগুরা - ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
জেলা লোকমোর্চার সভাপতি আবদুর রউফ মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু বক্কার সিদ্দিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক বোস ও ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে প্রজেক্ট এন্ড এ্যাডভোকেসি ফোকাল অনিরুদ্ধ রায়।
জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী ও রেসপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা লোকমোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।

আপনার মূল্যবান মতামত দিন: