মণিরামপুরে প্রতিবন্ধী ও বিশেষ শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মণিরামপুর প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান প্রতিবন্ধী / বিশেষ শিশুদের মাঝে টিকা দান। এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার সকল প্রতিবন্ধী / বিশেষ শিশুদের (১২-১৮বছর) কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় এই টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঘোষ (টপি), শিক্ষক ও ছাত্র নেতা ফজলুর রহমান, আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ । মণিরামপুর পৌরসভার বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের টিকাদানের মধ্যে দিয়ে কার্যক্রমের শুরু হয় এবং পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়কে এর আওতাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ জাকির হাসান ও সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান এর সম্মতিক্রমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, তবে বিশেষ কাজের কারণে তাঁরা উপস্থিত থাকতে পারেন নি।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: