মণিরামপুরে নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের কর্মশালা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪২

ছবি সমসাময়িক
মোঃ তহিদুল ইসলাম, মণিরামপুর।। যশোরের মনিরামপুর উপজেলায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের ৫৪ দলের দল নেত্রীর উপস্থিতে প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার আজিজুল হক (মনি), প্রধান অতিথি মোঃ আবুল হাসান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিশেষ অতিথি রোকনউজ্জামান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা সমবায় পরিদর্শন কর্মকর্তা কৃষিবীদ আনিসুলজামান-রিজিওনাল কো-অর্ডিনেটর উই প্রকল্প সামগ্রিক ব্যাবস্হপনায় সোনিয়া বিশ্বাস উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর উই প্রকল্পর। উক্ত কর্মশালায় উই প্রকল্পের উপজেলা এসেশন কমিটি গঠন প্রতিক্রা তার গুরুত্ব নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন সকল অথিতি বৃন্দ। সভাশেষে সকলের সম্মতি তে ৭ সদস্য বিশিষ্ট এডার্ট কমিটি গঠন করা হয়। বাস্তবায়নকারী সংস্থাঃউলাশী সৃজনী সংঘ,বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ।


আপনার মূল্যবান মতামত দিন: