দৈনিক নাগরিক ভাবনা'র ২য়বর্ষ পূর্তিতে জেমস আব্দুর রহিম রানার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৫

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। আজ ২৩ ফেব্রুয়ারি-২০২২। ২ পেরিয়ে ৩-এ পা রাখলো দৈনিক নাগরিক ভাবনা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাহেন্দ্রক্ষণে সকল পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ২০২০ সালের এইদিনে মাননীয় সংসদ সদস্য অ‍্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপির নির্দেশনায় স্বাধীনতার স্বপক্ষে‍ বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নিয়ে হাজারো সংবাদপত্রের ভীড়ে 'দশের কথা জানতে ও জানাতে' সম্পাদক আফরোজা সিদ্দিকা পাঠকের হাতে পৌঁছে দিয়েছিলেন দৈনিক নাগরিক ভাবনা। সেই যাত্রা আজও চলমান। চলবে আগামীর পথে পাঠকের অদম্য শক্তিতে। ২ বছর ধরে আমরা একটা কথা বারবার বলি, সেটা হলো, পাঠকই দৈনিক নাগরিক ভাবনা'র প্রাণ। পেশাদার সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক নাগরিক ভাবনা'র সংবাদকর্মীদের আমরা সব সময় উৎসাহিত করি। আমাদের কাজ সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের চাওয়া- পাওয়া এবং দাবি দাওয়া বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরা। তার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র শক্তিশালী হয়। তবে করোনাকালে সংবাদকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি দু:খজনকভাবে বেড়েছে। ভিন্নমত ও সমালোচনা গ্রহণে প্রশাসনের সহনশীলতারও যথেষ্ট ঘাটতি ছিল। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উদ্বেগজনক। সারা বছর ধরে শিল্প-সাহিত্য, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া এবং বিজ্ঞানের সেরা খবরগুলো তুলে ধরার চেষ্টা করা হয় দৈনিক নাগরিক ভাবনা'য় । আমরা বাংলাদেশের অর্জনগুলোকে, বিজয়ের খবরগুলোকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করি। চলমান করোনার দু:সময়েও দৈনিক নাগরিক ভাবনা অনলাইন এবং ছাপা প্রকাশনা অব্যাহত রয়েছে। দৈনিক নাগরিক ভাবনা'র শুভানুধ্যায়ী বিজ্ঞাপনদাতারাও আমাদের পাশে আছেন এবং আগামীতে থাকবেন। তাদের অবদান দৈনিক নাগরিক ভাবনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। মানুষ ভালোর পাশে আছে। মানুষ বস্তুনিষ্ঠ খবর চায়। অনলাইনে কত কিছু পাওয়া যাচ্ছে, কত কত ফেক নিউজ, এখনই তো দরকার আসল খবরের, সে জন্য পাঠকেরা আস্থা রাখছেন পেশাদার সাংবাদিক ও দৈনিক নাগরিক ভাবনা'র মতো নির্ভযোগ‍্য সংবাদমাধ্যমের ওপর। এখনই সঠিক সাংবাদিকতা করার সময়। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি। আমরা দ্রুততম সময়ে পেশাদার সাংবাদিকতায় সবার শীর্ষে অবস্থান করার প্রত্যয়ে এগিয়ে চলেছি।’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করার প্রত্যয়ে জাতীয় পর্যায়ের যেকোনো ঘটনায় আমরা পরিণত হতে চাই সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে।’ দৈনিক নাগরিক ভাবনা একটি ঐক্যবদ্ধ পরিবার। পরিবারের একজন সদস্য আঘাত পেলে সেই আঘাত আমরা সবাই অনুভব করতে পারি। আমরা সব সময় পেশাদার বস্তুনিষ্ঠ সাংবাদিকদের পাশে আছি।’ নতুন বছরে প্রত্যেক সংবাদকর্মীকে আরও বেশি নিষ্ঠা ও কর্তব্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। ‘অর্থনীতির অবস্থা যেমনই হোক, দৈনিক নাগরিক ভাবনা পরিবারে যারা ভালো কাজ করবেন, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।’ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছায় ---- জেমস আব্দুর রহিম রানা, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক নাগরিক ভাবনা।


আপনার মূল্যবান মতামত দিন: