পটিয়ায় জাতীয় শ্রমিকলীগের উদ্যােগে মহান শহীদ ও মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৩

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-মহান ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ। পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি কলিমুর রহমান, সহ -সভাপতি শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক এম এ হাসান বাপ্পি, সুমন চৌধুরী, জসিম উদ্দিন, সুমন চৌধুরী, সাইফুল ইসলাম বিপু কাইছার, বাসেক, রিয়াদ, রুবেল, মোঃ হেলাল প্রমুখ। পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন, বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গিকার নাম, একুশে ফেব্রুয়ারী বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন, বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন,আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো আমি কি ভুলিতে পারি। ১৯৫২ সালে ২১শে একুশে ফেব্রুয়ারী বাঙালি জাতির জন্য শুধু একটি ঐতিহাসিক দিন নয়, আত্নপ্রকাশের মহাবিস্ফোরণ।


আপনার মূল্যবান মতামত দিন: