
স্টাফ রিপোর্টারঃ চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ফেব্রয়ারি), ২০২২খ্রিঃ বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা সকলকে এ শপথ পাঠ করান। এতে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮জন (পুরুষ) ইউপি সদস্য ও ৩৬ জন নারী ইউপি সদস্য উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইরতিজা হাসান উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায, উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুরে চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের নব নির্বাচিত চেয়ারম্যানগণের প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।
পরে প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।

আপনার মূল্যবান মতামত দিন: