মণিরামপুরে এস এম ইয়াকুব আলীর পক্ষে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৭

ছবি সমসাময়িক
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।। মণিরামপুরে ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। শুক্রবার সকালে উপজেলার জামলা গ্রামে ক্যান্সারে আক্রান্ত শাহিদা বেগমের হাতে এস এম ইয়াকুব আলীর পক্ষে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, আবুল হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। জানা যায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের আবুল হোসেনের স্ত্রী শাহিদা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ চালানো সম্ভব হচ্ছে না। তাই এস এম ইয়াকুব আলী তার পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। অপরদিকে, একই দিনে বিকেল এস এম ইয়াকুব আলীর পক্ষে মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের মেয়ে প্রতিবন্ধী ঐশিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, মশ্বিমনগর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজউদ্দীন আহম্মেদ ভুট্টো, সহ-সভাপতি শিমুল প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: