
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।
মঙ্গলবার দুপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে তোলেন ফেডারেশনটি।
মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন মাগুরা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহমান খোকন, সদস্য সচিব রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঙ্গীতা বিশ্বাস সহ প্রমূখ।
মানববন্ধনের পরে তারা দাবীসমূহ উল্লেখ করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।
প্রধানমন্ত্রী বরাবর পেশকৃত স্মারকলিপিতে তারা “সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উত্কৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না”-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এ ঘোষণার প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে গত তের বছরে দেশের শিক্ষার উন্নয়নে অনেক যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তন্মধ্যে শিক্ষানীতি প্রণয়ন, প্রতি উপজেলায় একটি স্কুল ও কলেজ সরকারিকরণ, বছরের প্রথম দিন বিনা মূল্যে কোটি কোটি বই বিতরণ, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য ১৭০০ কোটি টাকা বরাদ্দ, বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্যতা উল্লেখ করেছেন।
শিক্ষা ব্যবস্থায় এত কিছুর পরও দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৯৮{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা এখনো অনেক বৈষম্যের শিকার।
মানববন্ধন ও স্বারকলীপিতে ফেডারেশনটি আরো তুলে ধরেণ বেসরকারি শিক্ষকগণ মাসিক মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শত টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} উৎসব ভাতা পেয়ে থাকেন, যা খুবই অপ্রতুল ও অসম্মানজনক। সুতরং যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে এ সমস্যার সমাধান চাই জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।

আপনার মূল্যবান মতামত দিন: