
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক- নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানতে পারে যে, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। তখন তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া গাড়ীর মোড়ে সিরাজুল ইসলাম গাজীর নির্মানাধীন দ্বীতল ভবনের উত্তর পাশের রুমের মধ্যে থেকে ১.মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃতঃ মোবারক কাজী, মাতা- মৃতঃ আনোয়ারা বেগম,২.মোঃ রুস্তম আলী শেখ (৫৮) পিং- মৃতঃ ইন্তাজ আলী শেখ, মাতা- রাবেয়া বেগম, উভয় সাং -কোমলপুর ৩.সাইকুল গাজী (৫০), পিং- মৃতঃ শামসুর রহমান গাজী, মাতা- রহিমা বেগম, সাং- গুটুদিয়া,সর্ব থানা- ডুমুরিয়া, জেলা- খুলনাদ্বয়কে আটক করেন। ধৃত পূর্বক তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে এসআই বিষ্ণুপদ হালদার উক্ত আলামত জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়।যার নং- ১৬, তারিখ- ১৩/০২/২০২২ ইং, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪।

আপনার মূল্যবান মতামত দিন: