গাজীপুর টঙ্গীর বিভিন্ন কলেজের এইচ,এসসি,র পরীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৯

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।। গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য কলেজগুলোর মধ্যে ২০২১ সালের এইচ, এস, সি পরীক্ষায় ভালো ফলা করেছেন। কলেজগুলোর মধ্যে রয়েছে টঙ্গী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজ থেকে ৬৮০ জন এইচ, এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৬৭০জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৯২ জন। পাসের হার ৯৮.৫৩{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37}। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেদন কলেজ ২০২ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছেন ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮জন। পাসের হার ৯০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37}। টঙ্গী পাইলট স্কুল এণ্ড গালর্স কলেজ থেকে ৩৭৮ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ৩৬০ জন। জিপি-৫ পেয়েছেন ৪৮ জন। পাসের হার ৯৪.৭২। সাহাজ উদ্দিন সরকার স্কুল এণ্ড কলেজ থেকে ৩৬৭ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ৩৫০ জন। জিপি-৫ পেয়েছেন ১০ জন। পাসের হার ৯৫.৩৭। সাতাইশ স্কুল এণ্ড কলেজ থেকে ১৩৬ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছেন ১৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪জন। টঙ্গী কমার্স কলেজ থেকে ১৯ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ১৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। পাসের হার ৬৮.৯। টঙ্গী সিটি কলেজ থেকে ২০ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ১৫ জন। পাসের হার ৭৫{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37}। এ ব্যাপারে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনির“জ্জামান বলেন, আমি ফলাফলে সন্তুষ্ট । কারণ কভিড ১৯ কারণে অনেক শিক্ষার্থী লেখা পড়া থেকে দূরে থাকার কারণে ১০ জন শিক্ষার্থী অকৃতকার্য করেছেন। আসা করি আগামীতে প্রতিষ্ঠানের ফলাফল আরো ভালো হবে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, কভিড ১৯ কারণে অনেক শিক্ষার্থী ঠিক মতন লেখা পড়া করতে পারেন নি। আমরা যতোটুক পারছি ছাত্র-ছাত্রীকে অন লাইনের মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী করেছি। যদি করোনা মহামারী না থাকতো ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পাঠ দান করতে পারতো আমরা শত ভাগ পাস করতো। যাক যা হয়েছে এতো আমি সন্তুষ্ট। আশা রাখি করোনা মহামারি না থাকলে আগামীতে আমাদের ফলাফল আরো ভাল হবে। শিক্ষক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেদন এণ্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আজমত উল্লা খান।


আপনার মূল্যবান মতামত দিন: