মণিরামপুরে মেইন রোড প্রশস্তকরণ ও ক্রসড্রেন নির্মানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫৫

ছবি সমসাময়িক
মোঃ শাহ্ জালাল।। যশোর-সাতক্ষীরা রোডের মণিরামপুর পৌর শহরের মেইন রোড প্রশস্তকরণ, পানি নিষ্কাশন, যানজট নিরসন, পরিকল্পিত রাস্তা ও মহাসড়কের নীচ দিয়ে ক্রস ড্রেন নির্মান পূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন করে এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূর করনের দাবীতে আজ শনিবার মণিরামপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূক্তভোগী মনিরামপুর বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০ টায় শহরের ফলবাজারের সামনে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আজিম হোসেন, সাবেক কাউন্সিলর গোপাল মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী বাবর হাজী, আনিছুর রহমান,মুনাঈম হোসেন,মোল্যা গ্রুপের চেয়ারম্যান আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ, কামরুল, মারুফ হোসেন,ব্যবসায়ী হারুনুর রশিদ হারুন,ব্যবসায়ী মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, মাষ্টার আবুল কাশেম,দাউদ ইব্রাহিম, খোকন,জবেদা খাতুন,রিতা পাড়ে, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক সুমন চক্রবর্তী, তহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমূখ।  মানববন্ধনে বক্তারা বলেন, যশোর রাজারহাট- চুকনগর সড়ক টি প্রশস্তকরণ হলেও মনিরামপুর বাজারের মধ্যে রাস্তা প্রশস্ত করা হচ্ছে না ছোট এই সড়কের মধ্যে রয়েছে অসংখ্য দোকান ফলে চলাচলে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এইজন্য আমরা মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি মণিরামপুরে যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ করা সহ যে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে এটাও সঠিক ভাবে করার দাবি জানাই।


আপনার মূল্যবান মতামত দিন: