
রাশেদ রেজা,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার, মোল্যা নবুয়ত আলির মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সহ-অধিনায়ক হিসাবে এই বীব মুক্তিযোদ্ধা, জাতির সূর্যসন্তান ৮নং সেক্টরের অধিনে গড়ে ওঠা শ্রীপুর বাহিনী তথা আকবর বাহিনীর পরিচালনা করে এই অঞ্চলের স্বাধীনতা এনেছেন।
আজ দুপুরে বাদ জোহর মাগুরা শহরের নোমানী ময়দানে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা দিয়ে সম্মান জ্ঞাপন ও রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করা হয়।
এবং বৃহস্পতিবার বিকালে আছর বাদ বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোমানি ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শেষবারের মত বিদায় জানান।
মাগুরা মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলির দুইটি নামাজের জানাযায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো জনতা অংশ নেন।
জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলি (৯০) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার মূল্যবান মতামত দিন: