খাদ্যের অভাবে বিছিন্ন বন্যপ্রাণী হনুমান এখন মণিরামপুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৪

ছবি সমসাময়িক
মণিরামপুর প্রতিনিধি।। পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবে যশোরের কেশবপুর উপজেলার কালোমুখো হনুমান এখন মনিরামপুর উপজেলা বিভিন্ন গ্রামে মিলছে। জানাগেছে এই হনুমান মনিরামপুরের পার্শ্ববর্তী থানা কেশবপুর থেকে এসেছে। বেশ কয়েক মাস ধরে এই হনুমান এর আগমন প্রায় দেখা যায় মনিরামপুর পৌর শহরে। এই হনুমান দেখতে এখন ছোট্ট থেকে বয়স্ক মানুষের ভিড়। কেউ কেউ কলা রুটি বাদাম খেতে দিচ্ছে। মাঝে মাঝে এই বন্য প্রাণী হনুমানের দ্বারা মানুষের ক্ষয় ক্ষতির ও প্রামাণ মিলছে। বিভিন্ন ফসলি জমিতে উৎপাত করছে হনুমানের দল। ফলে কৃষকের ফসল নষ্ট হচ্ছে হতাশ হয়ে পড়ছে গাজর বেগুন কলা চাষিরা। মাঝে মাঝে হনুমানের দেখা মেলে ছবেদা গাছে। খাদ্যের অভাবে এক এলাকা থেকে অন্য একায় ছুটে চলেছে এসব হনুমান। গত কয়েকদিন আগে কুকুরের দাবড়ে একটি হনুমানের দৌড়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে মনিরামপুর পাইলট ইস্কুল গেটে সামনে। অনেক মানুষও আবার অমানবিক আচরন করছে বন্য প্রাণী এই হনুমানের উপর। ফলে আঘাত প্রাপ্ত হচ্ছে এই বন্য প্রাণী। মনিরামপুর পৌর শহরের সাধারণ মানুষের দাবি এই হনুমানের বসবাস কেশবপুর উপজেলাতে সেখানে হনুমানদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করার, যেন এরা খাদ্য অভাবে এভাবে গ্রামে গ্রামে খাদ্যের জন্য ছুটে বেড়াতে না আসে।


আপনার মূল্যবান মতামত দিন: