
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ আহসানউল্লাহ মাস্টার জাতীয় টার্গেটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত
দুইদিন ব্যাপি টার্রগেটবল টুনামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা দল।
গতকাল ৮ ফেব্রুয়ারি তারা পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স এ নওগাঁ জেলাকে ৮-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এদিকে নারী বিভাগে নেত্রকোনা জেলাকে ৮-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলা দল।
দুদিনের এই টুর্নামেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন ঢাকা -৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের সভাপতি বি এম শহীদুজ্জামান ও সাধারন সম্পাদক দীন ইসলাম সহ প্রমূখ

আপনার মূল্যবান মতামত দিন: