বি,এন,পি নেতা শাহীনের মৃত্যুতে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৩

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামের ভাই বি,এন,পি নেতা শাহীনুজ্জামান শাহীনের মৃত্যুতে দোয়া ও কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদ্য প্রয়াত মরহুম শাহীনের নিজ বাড়ি হাসিপুর গ্রামে মাওলানা রেজাউল ইসলাম হাসেমীর পরিচালনায় এই দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। দোয়া ও কুলখানি অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ব্যবসায়ী মুক্তার হোসেন, শিপন মাস্টার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত সোমবার রাত আনুমানিক ১.৩০ মিনিটের দিকে ব্রেন স্ট্রোক করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুজ্জামানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও ছেলে সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন শাহীনুজ্জামান। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার,আত্মীয়সজন ও বি,এন,পি নেতাকর্মীদের মাঝে। দোয়া অনুষ্ঠানে বি,এন,পি নেতা শাহীনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও এতিম,অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মরহুম শাহীনের ভাই যুবদল নেতা শহীদুল ইসলাম উপস্থিত জনসাধারণের কাছে তার ভাইয়ের কোন ভুলভ্রান্তির থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও তার ভাইয়ের কাছে কারো কোনো পাওনা থাকলে তা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।


আপনার মূল্যবান মতামত দিন: