পটিয়ায় গেইট ভাংচুর তান্ডব থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৬

ছবি সমসাময়িক
এস এম আজাদ চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামে পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড উক্তর গোবিন্দরখীল ছালেহ্ মেম্বার বাড়িতে পুর্বশত্রুুতার জের ধরে প্রতিপক্ষরা পুর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতা গঠন করে হাতে দেশীয় অস্ত্র শস্র নিয়ে মোঃ ইলিয়াছ নামে এক ব্যাক্তির বসতঘরে গেইট ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, ৫ জানুয়ারী শনিবার সকাল ১০ টায়। এ বিষয়ে আবদুল গফুরের ছেলে ভুক্তভোগী মোঃ ইলিয়াছ বাদী হয়ে ঘটনার ঘটবার দুুই ঘন্টা আগে সকাল ৮ টায় একটি অভিযোগ দায়ের করে।পরে গেইট ভাংচুর লুটপাট তান্ডব চালানোর ঘটনায় মোঃ ইলিয়াছ আরোও একটি অভিযোগ দায়ের করে।এতে বিবাদী করা হয় উক্তর গোবিন্দরখীল ছালেহ্ মেম্বার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে আবছার ও আলমগীরসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে। অভিযোগ সুএে জানাযায়,দীর্ঘদিন ইলিয়াছ গং এর সাথে প্রতিপক্ষ আবছার গং এর মধ্যে পুর্বশক্রতা ছিল।এর জের ধরে প্রতিপক্ষরা সন্রাসী কায়দায় হাতে রামদা, কিরিচ দেশীয় অস্ত্র শস্র নিয়ে ইলিয়াছ এর বসতঘরে অনাধিকার প্রবেশ করে গেইট ভাংচুর লুটপাট তান্ডব চালানো হয় বলে অভিযোগ সুএে জানাযায়। এছাড়াও থানায় অভিযোগ দায়ের করিলে মারিবে কাটিবে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করবে আস্ফালন করে। তাছাড়াও প্রতিপক্ষদের তাদের কথা মতন না চললে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বাদী মোঃ ইলিয়াছ এর অভিযোগ। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গেইট ভাংচুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং একটি ভিডিও ভাংচুর সংক্রান্ত দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এস এম আজাদ পটিয়া চট্টগ্রাম ০১৮১৫৫৫৭৬১২


আপনার মূল্যবান মতামত দিন: