
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় অসহায় ও ভূমিহীনদের দেওয়া (তৃতীয় ও দ্বিতীয় পর্যায়ের) প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
গতকাল শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাবলাট গ্রামের ৬ টি, শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের ফকিরের বাছড়ার ১৫ টি,গঙ্গারামপুর ইউনিয়ন সোনাকুড় গ্রামের ১৩ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, মাগুরা জেলা নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান হালিম মোল্লা, শতখালি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আপনার মূল্যবান মতামত দিন: