পটিয়ায় খাজা গরীবে নেওয়াজের ওরশ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৪

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।  পটিয়ায় হযরত খাজা গরীবের নেওয়াজ মঈনুদ্দিন চিশতী আজমীরি (রা:) এর বার্ষিক ওরশ শরীফ পটিয়া পৌরসদরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাতে ওরশ পরিচালনা কমিটি’র সভাপতি ও পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ আবছারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবদুল জব্বার সওদাগর, ফরিদ আহমদ সওদাগর, সহ সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদকত আবদুল মাবুদ, শাহ আলম, হারুনুর রশিদ, আহমদ নবী, সামশুল আলম, নুরুল আমিন খান, আবছার, মামুন, বেলাল, আবদুল ছালাম, আবদুল মন্নান, উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, সাংবাদিক গোলাম কাদের প্রমুখ। ওরশ উপলক্ষে এবার মহামারী করোনা সংক্রমণ কারণে সংক্ষিপ্তভাবে আয়োজন করে আলোচনা ও দোয়া মাহফিলে দেশ ও জাতিকে মহামারী করোনা সংক্রমণ থেকে রক্ষা করা জন্য বিশেষ মোনাজাত করা হয়। উক্ত ওরশ শরীফে বিভিন্ন খানার ছেলেদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: