গাজীপুরের টঙ্গীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫২

ছবি সমসাময়িক
গাজীপুর সংবাদদাতা।। টঙ্গীতে পুলিশি অভিযানের মাধ্যমে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতারের সময় আইনি কাজে বাধা ও মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ মন্ডল। মাসুদ মন্ডল বলেন, জানতে পারি যে বিগত ৩০ শে জানুয়ারি তারিখে তিলারগাতি গ্রামের মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ মোস্তাফিজুর রহমান এর স্ত্রী ও কন্যা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে। টঙ্গী তিলারগাতি এলাকার ইস্তিয়াক আহামেদ জিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মোঃ মোস্তাফিজুর রহমান এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে তারই প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ববর্তী মাদক মামলার ওয়ারেন্ট এর ভিত্তিতে মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ ইশতিয়াক আহমেদ জীমসহ কতিপয় মাদক ব্যবসায়ী আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংবাদ সম্মেলন করে। আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, আমার চাচাতো ভাই মোঃ রুবেল মন্ডল এই সংক্রান্ত কোন বিষয়ে কখনো আসেনি। রুবেল কোন রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নয়। রুবেল গাজীপুর জেলা ক্রিকেট দলের একজন খেলোয়ার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একজন নিয়মিত পেশাদার খেলোয়ার, যার রেজি নং-১৬৮৮৯। ইতিপূর্বে সে অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন এবং সে একজন ক্রীড়া সংগঠক। তার প্রতিষ্ঠিত ক্লাবের নাম প্যারাডাইস স্পোর্টিং ক্লাব। রুবেল এই সংগঠনে সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছে। ইটি মধ্যে এই মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডাইরী নং-৭৬/০২.০২.২০২২। এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে মোঃ মোস্তাফিজ্রর রহমান মোস্তফা মন্ডল’র বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তফা গোয়াল ঘরে পালানো অবস্থায় ৪শত ৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১৬০ টাকাসহ গ্রেফতার করে। পরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয় (মামলা নং- (১৬-০১-২২)। মোস্তফা খুবই খারাপ প্রকৃতির লোক। এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: