মণিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মান যাচাইবাছাই এর নির্দেশ রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৫

ছবি সমসাময়িক
মোঃ শাহ্ জালাল।। গত একসপ্তাহ ধরে যশোরের বসুন্দিয়া থেকে মণিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবং মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, হৃদয়ে মণিরামপুর ফেসবুক গ্রুপ, কেশবপুর প্রেসক্লাব, বাংলাদেশ সেচ্ছাসেবী সংস্থা বন্ধন, এফএসডিও সহ বিভিন্ন সংগঠনের চলমান মানববন্ধন ও আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি বাস্তবায়নের জন্য ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সচিবালয়ে রেলমন্ত্রী ও সচিবের সাথে মতবিনিময় করে পত্র(ডিও লেটার)দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিষয়টির যৌক্তিকতা গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য যাচাইবাছাই করতে সংশ্লিষ্ট সচিব ড.হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন। আর এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জানান, মণিরামপুর-কেশবপুর হয়ে রেললাইন নির্মানের যৌক্তিকতা তুলে ধরলে রেলমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য যাচাইবাছাই করতে রেল সচিবকে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে আরো জানান, অতিশিঘ্রই বিষয়টি সংশ্লিষ্টরা যাচাই বাছাইয়ের কাজ শুরু করবেন । এর আগে গত ২ ফেব্রুয়ারী মণিরামপুর, কেশবপুর মানুষ এই দাবিটি শ্যামল সরকার বসুন্দিয়া-মণিরামপুর-কেশবপুর-সাতক্ষীরা রেলপথ নির্মাণের সম্ভ্যবতা নিয়ে রেল পথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের সঙ্গে মতবিনিময় করেন। শ্যামল_সরকার মহোদয়,রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.হুমায়ুন কবীর মহোদয়ের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেয়া হয় বলে শ্যামল সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। যশোরের বসুন্দিয়া থেকে নাভারন-আগআচড়া হয়ে সাতক্ষীরার দুরত্ব ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। ফলে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। অবিলম্বে বসুন্দিয়া হতে মণিরামপুর- কেশবপুর- সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে "দৈনিক সমসাময়িক নিউজে নিউজ" ও সম্পাদক এর এক স্টাটাস ভাইরাল এর পর থেকে মণিরামপুর এবং কেশবপুরে সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এলাকাবাসী মানববন্ধন, স্মারকলিপি পেশসহ ভিন্ন ভিন্ন কমূর্সচি পালন করে আসছে।


আপনার মূল্যবান মতামত দিন: