
মোঃ বাবলু মল্লিক ,নড়াইল জেলা প্রতিনিধি।। ন্যায় নিষ্ঠাবাণ সংবাদ প্রচার করে অল্প সময়ের মধ্য জনপ্রিয় হয়ে উঠেছে,আমিন টেলিভিশন।
নড়াইল একটি ছোট্ট জেলা,যেখানে রয়েছে ৩টি উপজেলা,৪টি থানা ও ৩৯টি ইউনিয়ন পরিষদ।এই নড়াইলে জন্মেছে অনেক গুণীজন ও সৎ সাহসী বীর সৈনিক।তারই ধারাবাহিকতায় হয়তো নড়াইল আবারও জন্ম নিয়েছেন আরও একজন সৎ সাহসী নির্ভীক কলম সৈনিক,মো:আমিনুর রহমান।আমিনুর রহমানের সত্য সংবাদ থেকে রেহাই পাচ্ছে না নড়াইলের কোনো অনিয়ম-দূর্নীতিকারী,হোক সে যত বড়ই প্রভাবশালী।
সত্য বল্লে বা অসহাদের পাসে দাড়িয়ে যদি অপরাধ হয় তাহলে সাংবাদিক আমিনুর রহমান সাহেব অপরাধী, নড়াইল বাসিসহ দেশ বাসি সত্যবাদী সাংবাদিকের এ সকল নিউজ পাঠকদের মন কেড়ে নিয়েছেন।যার ফলে অল্প সময়ের মদ্ধে অনলাইল টেলিভিশন,আমিন টেলিভিশন জনপ্রিয় হয়ে উঠেছেন এবং প্রচার প্রচারনার জন্য আমিন টেলিভিশনের সংবাদ দেখছেন শ্রোতাগণ।এদিকে নড়াইলের সুশিল সমাজ জানান,ন্যায় নিষ্ঠার সাথে নিউজ পরিবেশন করায় নড়াইল জেলার নিধিখোলা গ্রামের মোঃখায়রুল মোল্লার ছেলে মো:আমিনুর রহমান একটি মহৎ কাজ এবং ভালো ভালো কাজ করছেন যার জন্য খুব অল্প সময়ের মদ্ধে আমিন টেলিভিশন জনপ্রিয় হয়ে উঠেছেন।নিধিখোলা গ্রামের একাধীক তরুন ও বয়স্ক ব্যেক্তি জানান,আমিনুর রহমান আমাদের গ্রামের গর্ব,আমরা কোথাও গেলে যদি বলি নিধিখোলা গ্রামে আমাদের বাড়ি তাহলে বলে ও আমিন টেলিভিশনের আমিনুর রহমানের বাড়ির কাছে বাড়ি এটা সুনে আমাদেও গর্ব হয় বলেও জানান।

আপনার মূল্যবান মতামত দিন: