যশোরের কুয়াদায় ছেলে সাজিমকে বাঁচাতে বাবার আকুতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৩

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী।। যশোরের সদরের কুয়াদা সিরাজসিঙ্গা উওরপাড়া গ্রামের মোঃ আসাদ হোসেনের ছেলে সাজিম হোসেন (১২) ১ মাস আগে ক্যান্সারে শনাক্ত হয়ে শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছেন। সাজিমের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দেশের ও বিদেশে বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের জন্য সাজিমের বাবা, আসাদ হোসেন তিনি বলেন সাজিম প্রায় ১ মাস আগে বøাড ক্যান্সার শনাক্ত হয়ে অসুস্থতায় ভুগছেন।সাজিম এখন বর্তমানে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সাজিমের বাবা কুয়াদা বাজারে ফল ব্যাবসা করে ছেলের চিকিৎসার খরচ চালিয়ে আসছিলেন তিনি বলেন আমার পক্ষে ছেলের চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না একমাত্র বসত বাড়ি ছাড়া তাদের আর কিছু নাই,যে বিক্রি করে ছেলের চিকিৎসা করাবো। প্রতি সপ্তাহে ৫-৬ হাজার টাকা ঔষধ কিনতে হয় তার ছেলের জন্য কান্না কন্ঠে আসাদ হোসেন বলেন ছেলে হাসপাতালের বেডে সুয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাই ছেলেকে উন্নত চিকিৎসা দিতে আমি পুরোপুরি ব্যর্থ বাবা আমি। ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন সাজিমের বাবা । সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ আসাদ হোসেন বিকাশ নম্বর - ০১৯৬৩-৪৮১৫০৮ (ব্যক্তিগত)


আপনার মূল্যবান মতামত দিন: