
চাঁদা বাজিদের ভাগে পড়তো মাত্র মাথা প্রতি নয় হাজার টাকা । আর এই নয় হাজার টাকার জন্য খুন।
গত ২৬ শে ডিসেম্বর ইউ পি নির্বাচনে সুন্দলী ইউনিয়ন থেকে ১ নং ওয়ার্ডে হরিশপুর গ্রাম থেকে নির্বাচিত হয় উত্তম সরকার । এক লক্ষ চাঁদার টাকা সম্পূর্ণ না দেওয়াতে তার বাড়ির পাশে রাস্তার উপর সন্ধ্যার পর ১০ জানুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা কান্ডের সাথে আসামি অবশেষে ধরা পড়লো।
আসামিরা হলেন পলাশ পাড়ে (৩২), পিতা-নির্মল পাড়ে, পাঁচকাটিয়া, থানা-মনিরামপুর। আরো দুই মূল স্যুটার অজয় বিশ্বাস (১৯) সাধন বিশ্বাস (২১)। হত্যার সাথে জড়ি ইতোপূর্বে গ্রেফতার-
১) ইকরামুল গোলদার @ ছদ্মনাম জুয়েল (১৯), পিতা-মোঃ ইসাহাক গোলদার, মাতা-রাশিদা বেগম, সাং-রুদাঘর উত্তরপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, ২) প্রজিৎ বিশ্বাস @ বুলেট (৪৬), পিতা-মৃত নিতাই বিশ্বাস, মাতা-মৃত. ভদ্দরী বিশ্বাস সুন্দলী পূর্বপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর, ৩) পল্লব বিশ্বাস @ ছদ্মনাম সুদীপ্ত (২৪), পিতা-পরিতোষ বিশ্বাস, মাতা-অর্চনা বিশ্বাস, সাং-সুজাতপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর,
৪) প্রশান্ত মন্ডল (৩৮), পিতামৃত- শিব পদ মন্ডল, মাতা-মৃত ঊষা রানী মন্ডল, সাং-দক্ষিন কদমতলা, থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা অস্থায়ী ঠিকানা-রিফাত অটো রাইচ মিলের পাশে মিল মালিকের বাড়ীর ভাড়াটিয়া, চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা (ভাসমান) ( পূর্বে আত্মসমর্পন করেছিল)
৫) বিজন কুমার মন্ডল @ বিনোদ (৪২), পিতা-মৃত বিষ্ণুপদ মন্ডল, সাং-দিঘলিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা। ( পূর্বে আত্ম সমর্পন করেছিল বলে জানাযায়)
উদ্ধারকৃত আলামতঃ
১। ০২টি পাইপ গান।
২। ০২ রাউন্ড ১২ বোর কার্তুজসহ ৩ রাউন্ড গুলির খোসা।
“ বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”।
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর এর পক্ষে
মিডিয়া সেল, যশোর।
কালেক্ট

আপনার মূল্যবান মতামত দিন: