সপ্তকের বর্ষপূর্তি অনুষ্টান আয়োজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৭

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। সপ্তক সাহিত্য চক্রের ১১ বছরে পদার্পন উপলক্ষে আজ মঙ্গলবার আলোচনাসভা, কবিতা পাঠ, সঙ্গীত ও সাহিত্য আড্ডার আয়োজন করে মাগুরার অন্যতম এই সাহিত্য সংগঠনটি। সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন সপ্তকের উপদেষ্টা ঔপন্যাসিক মমতাজ বেগম, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি পরেশ কান্তি সাহা, ইতিহাস গবেষক ডা: তাসুকুজ্জামান, সপ্তকের সহ-সভাপতি অনিল দে মনি, সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান রিঙ্কু, কবি ও নাট্যাভিনেতা নির্মল বিশ্বাস, সঙ্গীত শিল্পী উবায়দুর রহমান, সাংবাদিক আবু বাসার আখন্দ, চিত্রশিল্পী আশীষ রায়, কবি তুষার প্রসূন, হাসান সাব্বির, কমল হাসান। আলোচনাসভা শেষে কবি-সাহিত্যিকগণ কবিতা পাঠে পর কেক কেটে সপ্তকের নতুন বছরে পদার্পন উদযাপন করেন অতিথিরা।


আপনার মূল্যবান মতামত দিন: