
মনিরামপুর(যশোর)।। যশোরের বসুন্দিয়া হতে নাভারন-বাগআচড়ার পরীবর্তে মনিরামপুর, কেশবপুর-সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে সোমবার মনিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১২ টায় মনিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ‘হৃদয়ে মনিরামপুর’ ফেইসবুক গ্রুপের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল আলীম, বর্তমান সভাপতি ফারুক আহমেদ, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নাভারন-বাগআচড়া হয়ে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ রেল ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর,নাভারন হয়ে সাতক্ষীরা পর্যন্ত চলাচল করবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্তন নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। এতে করে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রের লাইন নির্মাণের দাবী জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: