চসিক সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে পটিয়া আ.লীগের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২ ১৪:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২ ১৪:২২

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা আর নেই।সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে ৯২ বছর বয়সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আ জ ম নাছির উদ্দিন। স্ট্যাটাসে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।এর আগে আ জ ম নাছিরের মা ফাতেমা জোহরা বেগমকে বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সাবেক মেয়রের মায়ের জানাজা বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে আজম নাছিরের মা জোহরা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়রাম্যানের আলহাজ্ব মোতারুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্বা আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও রতনপুর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফরিদুল আলম, পটিয়া পৌরসভার জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক মোজাম্মল হকসহ অনেকে।


আপনার মূল্যবান মতামত দিন: