যশোরের হরিণার বিলের ধানের জমি পানির নীচে কৃষকরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:৩৭

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে হরিণার বিলের কৃষকের ধানের জমি পানির নীচে কৃষকরা চরম বিপাকে। জানাযায় যশোরে রামনগর ইউনিয়নের হরিণার বিলের বুক চিঁড়ে বয়ে গেছে মুক্তিশ্বরী নদী, এই নদীর দুই পাশে রয়েছে হাজার বিঘা কৃষকের চাষি জমি, কৃষকরা তাদের কৃষির জমিতে এবার ইরি ধান চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ তাদের কৃষি জমি পানিতে ডুবে আছে এই জন্য তারা জমিতে ইরিধান চাষ করার অনুপযোগী হয়ে পড়েছে। হরিণা র বিলের চাষির জমির মালিক হাসান শেখ জানান, আমরা প্রতি বছর ইরি মৌসুমে আমরা আমাদের কৃষির জমি চাষাবাদ করে আসছি কিন্তু আমরা এবার চাষের জমিতে ইরিধান চাষ করতে পারছি না, কারণ চাষি জমি গুলো পানির নীচে ডুবে আছে। এ দিকে কৃষক লব বিশ্বাস ও মিলম বিশ্বাস জানান মুক্তিশ্বরী নদীতে রয়েছে কুচিড়ীতে ভরে গেছে দিন দিন নদীর উর্বরতার বেড়ে গেছে পানির ও কুচিড়ীপনা সংস্কার না করলে আমরা আমাদের কৃষি জমিতে ইরিধান চাষ করা থেকে বঞ্চিত। আমরা যদি ইরি'র মৌসুমে ধান চাষাবাদ করতে না পারি তাহলে আমরা আমাদের পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে পথে বসতে হবে। হরিণার বিলের কৃষকের কৃষি জমিতে চাষাবাদ করার এক মাত্র পথ হলো মুক্তিশ্বরী নদীর পানি সংস্কার করা, তা না হলে কৃষকরা তাদের কৃষি জমিতে ইরিধান চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা আরও বলেন, নদীর পানি সংস্কার করে আমাদের কৃষি জমিতে চাষাবাদ করার সুযোগ করে দিন এবং এ বিষয় কৃষকরা মুক্তিশ্বরীর নদী পূর্ণ সংস্কারের জোর দাবি জানান।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: