খুলনার পাইকগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু ওজাইফার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:৩৪

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনার পাইকগাছায় ইজিবাইকের ধাক্কায় ওজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গদাইপুর মুক্তির মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানায়ায়, ২৯ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিলো। একপর্যায়ে খেলার ছলে পাইকগাছা- খুলনা সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক পথচারী ও এলাকাবাসী গুরুতর অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওজাইফা পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের মকছেদ গাজীর ছেলে। পরবর্তীতে বাদআসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শিশু ওজাইফাকে দাফন করা হয়। এ সময় গদাইপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: