কুমারখালীতে মলম পার্টির সদস্য সন্দেহে আটক ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৭:২২

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়া কুমারখালীতে মলম পার্টির সদস্য সন্দেহে লিটন হাওলাদার ওরফে রাজ (৪৫) নামের একজনকে আটক করেছে জনগগণ। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড় নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়। পরে রাজকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে জনগণ। তিনি ঝিনাইদহ জেলার আলাপুর গ্রামের বাসিন্দা। তারাপুর বাজারের ব্যববসায়ী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাজারের এরশাদ শেখ (৭০) নামের এক চাউল ব্যাবসায়ীর কাছে ছেড়া টাকা কিনতে আসে রাজ। একপর্যায়ে তিনি ব্যবসায়ীকে মলম দিয়ে অজ্ঞান করে এবং দোকানে থাকা প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। আরো জানা গেছে, কিছুক্ষণ পরে এরশাদের পাশের দোকানদার ছুটে এসে তাঁকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে। এরপর তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানো হয়। পরে এরশাদ এর কাছ থেকে সকল ঘটনা শুনে পাশ্ববর্তি খোকসা উপজেলার গোপগ্রাম বাজার থেকে এই মলম পার্টির সদস্য সন্দেহে লিটন হাওলাদার ওরফে রাজকে ধরে উত্তম মাধ্যম দিয়ে তারাপুর বাজারে পুনরায় ফিরে নিয়ে আসে দোকানদাররা। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ লিটনকে হেফাজতে নেয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মলম পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনগণ। আটককৃত ব্যক্তি ছেঁড়া টাকার ব্যাবসার আড়ালে মলম পার্টির সদস্য। তার সাথে থাকা অন্য সদস্যদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: