বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নওয়াপাড়া পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ০৬:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ০৬:২১

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নওয়াপাড়া পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮জানুয়ারী) বিকালে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আলাউাদ্দিন বিশ্বাসের সভাপত্বি, উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম-মহাসচিব ও যশোর জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক মোঃ কাজী টিটো। উক্ত পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ খান (বাবু)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শাফী সমুদ্র। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নওয়াপাড়া ইন্সিটিটিউটের সাধারণ সম্পাদক ফারুখ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন মোল্যা। এসময় উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। পরিচিতি ও আলোচলা সভার সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি রেজয়ান হোসেন মোল্যা।


আপনার মূল্যবান মতামত দিন: