আগুনে পুড়ল পটিয়ার লবন কারখানা ক্ষতি তিন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ০৬:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ০৬:১৮

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপোল বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল লবণ কারখানা ও মশার কয়েলের ফ্যাক্টরি। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় লোকজন সুএে জানাযায়। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, পটিয়ার ইন্দ্রপুল এলাকায় গিয়াস উদ্দিনের মালিকানাধীন রূপালী সল্ট কারখানায় এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা হতে পারে। বিষয়টি পরে ক্ষয়ক্ষতির নির্ধারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন: