
গজারিযা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা অসুস্থতায়ও ঘরবন্দী হতে পারলেন না মিজান চেয়ারম্যান
গজারিয়ায় শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করলেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান,জনবান্ধব নেতা মোঃমিজানুর রহমান প্রধান, অসুস্থতায়ও ঘরে বসে থাকতে পারলেন না তিনি।
আজ শুক্রবার সকাল ১১ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামে তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।শাররীক ভাবে অসুস্থ এই মানুষটির পিঠে অপারেশন হয়েছে কয়েক দিন হলো,ডাক্তার তাঁকে আগামী এক মাস বিশ্রামের নির্দেশ দিয়েছেন,কিন্তু জনগণের সেবায় জীবন উৎসর্গকারী এই নেতা, ঘরবন্দী হয়ে বিশ্রাম নিতে পারলেন না,পিঠে ব্যাথা আর অপারেশন এর সেলাই নিয়েই চলে এলেন,লুঙ্গী আর চাদর গায়ে জড়িয়ে।কিছুক্ষন দাঁড়িয়ে,কিছুক্ষন বসে থেকে বিতরণ করলেন কম্বল।এর মাঝেই কথা প্রসঙ্গে জানালেন শীত চলে গেলে কম্বল দিয়ে কি হবে তাই অসুস্থ শরীর নিয়েই বাহির হয়েছেন, শীতার্তদের পাশে দাঁড়াতে।তিনি আরো জানান ব্যক্তিগত অর্থায়নে ইতিমধ্যে প্রায় দু'হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।আরো কিছু বিতরণের ইচ্ছে আছে।
এ সময় চর বাউশিয়া গ্রামের সাধারন মানুষের সাথে কথা বলে দেখা যায়,তাঁরা আন্তরিক ভাবে জন দরদী এই চেয়ারম্যান এর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃখোকন প্রধান,সমাজ সেবক আব্দুল আউয়াল মুন্সী,বিশিষ্ট ব্যবসায়ী মুমিনুল ইসলাম প্রধান,শ্রমিক নেতা লিয়াকত আলী খাঁন,নজরুল ইসলাম মেম্বার,ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি রিয়াজুল হক ভুট্টু,সাঃসম্পাদক রোমান মিয়া,আনিসুর রহমান উজ্জ্বল প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: