স্বাস্থবিধি মেনে চলছে ভক্ত সন্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২ ০২:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২ ০২:৪৮

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামে গতকাল ২৫ শে জানুয়ারী উদ্ধোধনের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপি ৬৩ তম সর্বভৌম ভক্ত সন্মিলন। শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে বিভিন্ন জেলা থেকে জয়গুরুর ভক্তবৃন্দ যোগদান করেছেন। স্বাস্থবিধির কথা চিন্তা করে এবারের আয়োজনটি একটু সংক্ষিপ্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান নিগমানন্দ আশ্রমের কর্ণধর জয়গুরু ভক্ত মদনমোহন ঘোষ। তিনি আরো বলনে, করোনা থেকে মুক্তির জন্যে বাংলাদেশ সহ বিশ্ববাসির জন্যে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। আজ ২৭ শে জানুয়ারী বিকাল ৪টায় ধর্মসভার মধ্যদিয়ে শেষ হলো এই জয়গুরুর ভক্ত সন্মিলনী অনুষ্ঠান।


আপনার মূল্যবান মতামত দিন: