
পটিয়া নিজস্ব সংবাদদাতাঃঃ- চট্টগ্রামে পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে মোঃ রুবেল আরমান নামে এক ব্যাবসায়ীর দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পক্তিতে প্রতিপক্ষ মোঃ ইলিয়াস নামে এক ব্যাক্তির নেতৃত্বে সাইনবোর্ড স্হাপন করা নিয়ে বিরোধের জের ধরে হত্যার হুমকি ধামকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি বিকেল ৪ টায়। এঘটনায় শোভনদন্ডী ইউপি পশ্চিম রশিদাবাদ গ্রামের
চেয়ারম্যান বাড়ি'র শামসুল আলম এর ছেলে মোঃ রুবেল আরমান বাদী হয়ে শিকলবাহা ইউপি'র মাহাত বকসু'র ছেলে মোঃ ইলিয়াছ সহ ৩/৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, মোঃ রুবেল আরমান দীর্ঘ ২০ বছর আগে হাইদগাও মৌজার আর এস খতিয়ান ৬৯৬৭ আর এস দাগ নং ৭৭১০ বিএস খতিয়ান নং ১০৮৪৩ বিএস দাগ নং ১০৩৮৩,১০৩৯০,১০৩৮৯ এর আন্দরে ২২ শতক জায়গা ক্রয় করে ভোগদখলে স্থিতি ছিল।২৭ জানুয়ারি বিকেলে মোঃ ইলিয়াছ উক্ত জায়গায় অনধিকার প্রবেশ করে জাহাঙ্গীর আলম,জসিম উদ্দিন, আয়ুব আলী, ফরহাদ হোসেন, মোঃ রাশেদ, মোঃ মালেক নামে কয়েকজন ব্যাক্তি নিয়ে বেআইনি জনতা গঠন করে উক্ত
জায়গায় সাইনবোর্ড স্থাপন করে দখলের পায়তারা চালালে এতে জায়গার মালিক রুবেল আরমান এর সাথে বিরোধ বাঁধে। রুবেল আরমান তার জায়গায় সাইনবোর্ড স্থাপন করার কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা তাকে হতাার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করেন বলে রুবেল আরমানের অভিযোগ। সে এ ব্যাপারে পটিয়া থানার পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এসংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: