
ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনার পাইকগাছায় লম্পট শহিদ, সাকিব ও বাবলুর লালসার শিকার ১৩ বছরের কিশোরী ৬মাসের অন্তস্বত্ত্বা !এ ঘটনায় এলাকায় নানান গুঞ্জন ও সমালোচনার ঝড় বইছে। ভিকটিম পরিবার কে হুমকি, ভয়তে বাড়ি ছাড়া। বিষয়টি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সূধী সমাজ। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাযায়, উপজেলার সোলাদানা ইউনিয়নে হরিখালী গ্রামের লম্পট শহিদ শেখ, সাকিব গাজী ও বাবলু গাজীর লালসার শিকার একোই গ্রামের দেব্রত সানার ১৩ বছরের কিশোরী কন্যা। দেবব্রত সানা দিনমজুর হত দরিদ্র হওয়ায় বাড়ীর বাহিরে থাকার সুযোগে কাকিমা উষা রানী সানার সহোযোগিতায় হরিখালী গ্রামের শহীদ, সাকিব ও বাবলু দেব্রত সানার কিশোরী কন্যা (১৩) এর সহিত অবৈধ মেলামেশা করে।এক পর্যায়ে কন্যা অন্তঃসত্বা হয়ে পড়ে।এ ঘটনা জানাজানি হলে তারা ভিকটিম পরিবার কে বিভিন্ন হুমকি ধামকি দিলে বাড়ি থেকে দেব্রত সানা কন্যা ও স্ত্রী নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এবিষয়টি মোটা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল দৌড়ঝাঁপ শুরু করেছে। লোকলজ্জার ভয়ে দেবব্রত সানা অন্তস্বত্ত্বা কন্যাসহ তার পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। কিশোরী কন্যার কাকা সুব্রত জানান, আমার ভাই ভাবী তার কিশোরী কন্যা নিয়ে বাড়ি থেকে চলে গেছে । কিশোরী কন্যার মা কনিকা সানা বলেন আমার বড়জা উষা রানী থেকে এঘটনা ঘটিয়েছে। উষা রানী জানান, শহীদের সাথে আমার ধর্ম আত্বীয়।তাই আমার বাড়ীতে আসা যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটেছে। এদিকে শহীদ গংরা তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।ইউপি সদস্য বাবু গোলদার বলেন আমি ব্যাস্ত আছি পরে কথা বলব বলে এড়িয়ে যান। পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান এধরনের কোন অভিযোগ পাইনি।এ দিকে সুধী সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: