শালিখায় গাঁজাসহ পরিমল আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২ ০১:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২ ০১:৩০

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মাগুরার শালিখা উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারায় পরিমল শিকদার (৫০) কে আটক করা হয়েছে। সে উপজেলার তালখড়ি ইউনিয়নের বান্নাদহ গ্রামের মৃত মনমোহন শিকদারে পুত্র। অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র আটক পরিমলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করেন। আটকের সময় পরিমল শিকদারের কাছে গাঁজার পুরিয়া পাওয়া যাই। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খবির আহমেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী যুধিষ্ঠি বিশ্বাস প্রমূখ। মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সংবাদ মাধ্যমকে জানান, মাদকের ভয়ল গ্রাস থেকে আমাদের সাধারণ মানুষকে বাঁচাতে হবে, যার ধারাবাহিকতায় জেলাব্যাপি মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে, এর এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদা প্রস্তুত।


আপনার মূল্যবান মতামত দিন: