
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
মাগুরা জেলাকে শতভাগ ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে জেলার প্রশাসক ড.আশরাফুল আলম সকালে সদর উপজেলার মগি ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি জেলার ৪ উপজেলার ৩৬ ইউনিয়নের ১০৮ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একযোগে গনটিকা কার্যক্রম পরিচালিত হয়।
মূলত “নো ভ্যাকসিন- নো সার্ভিস” এই শ্লোগান নিয়ে মাগুরা জেলাকে শতভাগ করোনা প্রতিরোধক ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন।
এদিকে অন্যান্য উপজেলার ন্যায় সকালে শ্রীপুর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা উল-জান্নাহ। এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পল্টু, সাইফুল্লাহ, সাংবাদিক লেলিন জাফর, মহাসিন মোল্লা, জিল্লুর রহমান সাগর সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্ধোধনের পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকাইনা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ শ্রীপুর উপজেলার বিভিন্ন গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে জানান, মাগুরা জেলায় এখনো অনেকেই করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি, তাই আমরা উদ্যোগ নিয়েছি, যারা এখনো করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেননি তাদেরকে এই গনটিকার মাধ্যমে টিকাদান নিশ্চিত করে মাগুরা জেলাকে দেশের প্রথম জেলা হিসেবে শতভাগ করোনা প্রতিরোধ ভ্যাকসিনের আওতায় আনতে পারি, সেই প্রত্যাশায় আমাদের এই গণটিকা কার্যক্রম। সকলে এই কার্যক্রমের সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সফল হবো।

আপনার মূল্যবান মতামত দিন: