শ্রীপুরের পঞ্চপল্লী সমবায়ের নামে গাছ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০৭

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতির সদশ্যদের বিরুদ্ধে ২০/২৫ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগ উঠেছে। মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা ইকো পার্ক সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিনে প্রায়শই গাছচুরির এমন অভিযোগ পাওয়া যায়। তথ্য পেয়ে শ্রীপুর পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মচারী কাউছার মোল্লার মাধ্যমে গাছগুলো উদ্ধার করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। এবং পানি উন্নয়ন বোর্ডের এসও আনিচুর রহমান সরেজমিনে গিয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির, কিন্তু সমিতির কিছু সদস্য গোপনে বিভিন্ন সময়ে গাছগুলো কেটে সাবাড় করে ফেলছে। এ দিকে সমিতির সদস্য আশরাফ শেখ টুকু জানান, এই জায়গার মূল মালিক পানি উন্নয়ন বোর্ড, তবে ডিড-ডকুমেন্টস আমাদের নামে। আমাদের সমিতির লোকজন গাছগুলো রক্ষণাবেক্ষণ করে। নিয়মানুযায়ী আমাদের গাছগুলো ছেটে দেওয়ার অনুমতি দেওয়া আছে, তবে গাছ কাটার অনুমতি কর্তৃপক্ষ আমাদের দেননি। মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের, সমিতির শুধুমাত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কাটার ক্ষমতা তাদের নেই, তবে কারা কীভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে সেটি খবর নেয়া হচ্ছে। ঘটনাস্থলে লোকও পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে।


আপনার মূল্যবান মতামত দিন: