মহাম্মাদপুরে দুগ্রুপের সংঘর্ষ আহত-৩ আটক-১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০৩

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। মাগুরার মহাম্মাদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের বাকি মোল্যা গ্রুপের জিহাদ মোল্যা (১৮) উপর অতর্কিত হামলা চালায় একই গ্রামের আলেক শিকদার ও তার সমার্থকেরা। গতকাল রবিবার সন্ধ্যায় জিহাদ মোল্যা মোটসাইকেল যোগে যাচ্ছিলেন পথিমধ্যে তার উপর এই হামলাটি করে। উল্লেখ্য জিহাদ মোল্যা শারীরিক ভাবে একজন প্রতিবন্ধী, উক্ত হামলা ঘটনায় জিহাদ মোল্যা সহ আরও কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোঃ জিহাদ মোল্যা (১৮) পিতা মোঃ বাকী মোল্যা, মোঃ রিপন মোল্যা(২৫) পিতা মোঃ নুরুল মোল্যা, মোঃ সাজ্জাদ মোল্যা (৩২) পিতা মোঃ আতিয়ার মোল্যাকে মহম্মদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি জানান, হামলায় আলেক শিকদার নেতৃত্বে আমান শিকদার, শাহিন, সেলিম, আলিম, সাদ্দাম, সালমান শাহ সহ প্রায় ১২/১৫ জন দেশীয় অস্ত্র রামদা ডাল সড়কি লাটি নিয়ে বাকি মোল্ল্যা গ্রুপের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দীন বলেন, আমি তথ্য পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং আলেক শিকদারকে দেশীয় অস্ত্র সহ আটক করেছি। সঠিক তথ্য অনুসন্ধান করে দোষীকে আইনের আওতায় আনবো, এলাকায় পুলিশের টহল বাড়িয়ে দিয়েছি।


আপনার মূল্যবান মতামত দিন: