শালিখায় ৩০ যুব মহিলা নিচ্ছেন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২ ০৬:০০

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭ দিন ব্যাপি যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় পারিবারিক হাঁস- মুরগি পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় এই উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সহ প্রমূখ। যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির অধিনে ৩০ জন যুব মহিলাকে ৭ দিন প্রশিক্ষণে দেয়া হচ্ছে, এবং প্রশিক্ষণ শেষে সম্মানি ভাতা, সনদ প্রদান ও প্রয়োজনীয় ক্ষেত্রে যুব ঋণের সুবিধা দেওয়া হবে বলে জানা যায়।


আপনার মূল্যবান মতামত দিন: