গত ৬ মাসে মাগুরায় করোনা সংক্রমণে মৃত্যু-১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২ ১৭:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২ ১৭:৩১

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরা জেলার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের তথ্য অনুযায়ী মাগুরা জেলা ও আশপাশে করোনা সংক্রমণে অনেকটা ভালো অবস্থানে আছে জেলাটি, গত ছয় মাসে তথ্য অনুযায়ী আজ রোববার মাগুরা জেনারেল হাসপাতালে স্টেডিয়াম পাড়ায় আজমুল হক (৬৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিভিল সার্জেন অফিস সুত্র থেকে আরো জানা যায়, গত বছরের ৩১ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। তবে শনিবার হাসপাতালে ভর্তি হওয়া আজমুল হক ফুসফুসে ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং আজ করোনা নমূনা পরিক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে জেলায় করোনা সংক্রমণে ৯২জনের মৃত্যু হলো। করোনায় ২৩ শে জানুয়ারী পর্যন্ত রিপোর্ট আজ নমূনা সংগ্রহ- ৫২ সহ এ পর্যন্ত-২০৮৯১ সর্বমোট পজেটিভ- ১৪ জন সহ-৪২৪১ এবং গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ সহ মোট মৃত্যু- ৯২ জন। বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি আছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়। এদিকে জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, ফুসফুস ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তি করোনার টিকা নেননি, তা ছাড়া মৃত আজমুল হকের নানা রকম জটিলতা ভূগছিল। অন্যান্য জেলার তুলনায় মাগুরা জেলা টিকা কার্যক্রমে বেশ এগিয়ে আছে। এখানে সংক্রমণের হারও খুব বেশি না। তবে এখন যেহেতু সংক্রমণ বেড়েছে, তাই সাধারণ মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, আশাকরি ফলাফল সাধারণ জনগণ পাবেন।


আপনার মূল্যবান মতামত দিন: