
রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরায় জাসদ ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, গতকাল শুক্রবার দুপুরে মাগুরার শহরে কলেজ পাড়ায় দলীয় কার্যালয়ে এ সন্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সন্মেলনে প্রধান অতিথি হিসেবে জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম, ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জেলা জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজ হোসেন সহ সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
"আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারুণ্যের বিদ্রোহে ভেসে যাক অন্যায় আর বৈষম্যের বাঁধ"- এই স্লোগানকে সামনে রেখে কর্মী সভায় সর্বসম্মতি ক্রমে সমাপ্তি বিশ্বাসকে আহ্বায়ক এবং বিপ্লব মণ্ডল আকাশ, মিঠুন অধিকারী, ইব্রাহিম আলি ও রমজান শেখকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: