বর্ধিত সভায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২ ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২ ১৭:৪৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরা শ্রীপুর উপজেলা কৃষক লীগ আজ শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজন করলো উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা।

উক্ত বর্ধিত সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি খবির হোসেন খানের সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কৃষক লীগের বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন। এবং বর্ধিত সভা উদ্বোধন করেন মাগুরা জেলা কৃষক লীগের আহ্বায়ক মইনুল ইসলাম পলাশ। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. কায়কোবাদ হোসেন কবিরের সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা কৃষক লীগের সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম বিপু। বর্ধিত সভাটিতে অন্যান্যদের মধ্যে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন, মাগুরা জেলা কৃষক লীগের সহ-সভাপতি রাজেশ গোপাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মাহমুদ রিগান, এবং শ্রীপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সব্দালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম লাজবিন সহ প্রমূখ। এছাড়াও বর্ধিত সভাটিতে উপস্থিত থেকে প্রাণবন্ত করে তোলেন শ্রীপুর উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মি।


আপনার মূল্যবান মতামত দিন: