
মণিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে শনিবার থানা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে দলিয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জিএম মিজানুর রহমান, ডা.আলতাফ হোসেন, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ^াষ প্রমুখ। থানা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেন জানান, মনিরামপুরে দায়িত্বপ্রাপ্ত জেলা নেতা আবদুস সালামের সমন্বয়ে পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন সমুহে বিএনপির আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: