শালিখায় তৃতীয় লিঙ্গের ককিলা সহ শফথ নিলেন নবনির্বাচিত সদ্যস্যরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১৬:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১৬:৫১

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ নব নির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতিতে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল–হাসান। গত মঙ্গলবার বেলা ১২ টায় শালিখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ পাঠ করেন বিভিন্ন ইউনিয়নের সদশ্যরা, এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সহ প্রমূখ। উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল–হাসান জানান, শপথ অনুষ্ঠানে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত সদস্য উপস্থিত থেকে শপথ নেন।


আপনার মূল্যবান মতামত দিন: