
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা ভায়না টিএন্ডটি অফিসের সামনে ভয়াবহ মোটর-সাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জেলা কৃষক লীগ নেতা মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা গ্রামের বাসিন্দা মিসরুল হক মনু (৫০) মৃত্যুবরণ করেন।
তিনি বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের ছেলে।
ভেটেরিনারি ঔষধ কোম্পানীতে চাকরিরত মিসরুল হক মনু আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শালিখার আড়পাড়া এলাকা থেকে মটর সাইকেল চালিয়ে মাগুরা শহরে ফিরছিলেন।
শহরের ভায়না টিএন্ডটি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিসরুল হক (মনু) মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক ছিলেন।
এ ভয়াবহ দূর্ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম সংবাদ মাধ্যকে জানান , পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে, চালকে আটকের চেষ্টা চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: