উদার মনের মানুষ দেব বিশ্বাস এর জন্মদিন কাটলো অসহায় ও পথশিশুদের সাথে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১২:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১২:২৩

ছবি সমসাময়িক

মোঃ শাহ্ জালাল।।

স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ গুলো উদার মনের হয় তার বাস্তব প্রমাণ (এফএসডিও) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস। সচারাচর লক্ষ্য করলে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের শত্রু হয়ে থাকে। তবে সেটা রাজনৈতিক, ব্যবসায়িক, ধর্মীয় যেকোনো প্রতিষ্ঠানের হোক না কেন। অথচ দেব বিশ্বাস একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েও অন্য প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের করেন সর্বচ্ছ সম্মান। এমটা চোখে পড়লো গত ৩১ ডিসেম্বর (এফএসডিও) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এই দিনে দেব বিশ্বাস অন্য অন্য সংগঠনের সর্বচ্ছ ভালোকাজ করে এম সেচ্ছাসেবক খুঁজে খুঁজে দিয়েছেন সম্মাননা। পাশাপাশি মনিরামপুরের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে পথ চলার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন দেব বিশ্বাস। তিনি বলেন সাংবাদিক হল সমাজের আয়না। সমাজের অনিয়ম দুর্নীতি তুলে ধরার পাশাপাশি অবহেলিত অসহায় মানুষের কথা মানুষের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। তাঁদের লেখনির মাধ্যমে জানতে পারে সেচ্ছাসেবী সংগঠন ফলে উভয়ের প্রচেষ্টার মাধ্যমে উপকৃত হয় অবহেলিত ছিন্নমূল মানুষগুলো। দেব বিশ্বাস সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করার উদ্দেশ নিয়ে ২০১৭ সালে এফএসডিও স্বেচ্ছাসেবি সংগঠনটি শুরু করেন। এরপর থেকে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, করোনাকালীন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষকে কম্বল বিতরণসহ নানা সেবামূলক কাজ করছে দেব বিশ্বাস। আজ দেশের প্রায় ২৪ টি জেলায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবি যুক্ত করেছেন তার সংগঠনে। এ পর্যন্ত তাঁর সংগঠনের মাধ্যমে ৮ হাজারের বেশি মুমূর্ষু রোগীকে রক্ত ম্যানেজার করে দিয়েছে। আজ ২০শে জানুয়ারি সেই উদার মনের মানুষ দেব বিশ্বাসের জন্মদিন। আর জন্মদিন মানেই কারো কাছে আনন্দ বিনোদনের সর্বোচ্চ উপভোগ্য একটা দিন। সেই উপভোগের দিনটাও উৎসর্গ করলেন সমাজের অবহেলিত মানুষের জন্য। আজ বেলা তিনটায় যশোর রেল লাইনে আশেপাশে বসবাসরত অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। এসময় দেব তার জন্মদিন উপলক্ষে পথ শিশু ও অসহায় প্রায় শতাধিক মনুষের মাঝে একবেলা খাবার তুলে দেন।


আপনার মূল্যবান মতামত দিন: