দিনাজপুরের সীমান্তে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন বিজিবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১০:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ১০:২৯

ছবি সমসাময়িক
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তবর্তী এলাকা থেকে লোকমান হাকিম (৩০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন বিজিবি। গত বুধবার (১৯ জানুয়ারী) গরুর একটি মৃত বাছুরসহ তার মৃতদেহ উদ্ধার করেন। বিজিবি'র প্রাথমিক ধারনা দুর্ঘটনাক্রমে সে কূপের গভীর পানিতে পরে মৃত্যুবরণ করেন। মৃত লোকমান হাকিম (৩০) দাইনুরের মুছরাপাড়ার মৃত আব্দুল হামিদ মেকারের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক তপন দাস জানান, "গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ লোকমান হাকিম (৩০),র লাশ বুধবার সকালে ভারতীয় সীমান্তের কাছে গভীর একটি খাদে পরে থাকতে দেখতে পান স্থানীয়রা। লাশের পাশে গরুর একটি মৃত বাছুরও রয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি"। এদিকে পরিবারের উদ্ধৃতি দিয়ে বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ আবেদ জানান, "গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ হন লোকমান হাকিম। বুধবার সকালে তার মরদেহ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা তার মৃত্যুকে দুর্ঘটনা জনিত বলে দাবী করেছেন"।


আপনার মূল্যবান মতামত দিন: