মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২ ১৪:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২ ১৪:৫১

ছবি সমসাময়িক

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর আহ্সানউল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আলহাজ্ব মো সোহরাব উদ্দিন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব শওকত হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কুর,রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর ছাত্রদের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ সমুন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদুয়ানুল রহমান প্রত্যয়, টঙ্গী কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রীর রোগ মুক্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: