চিরিরবন্দরে শ‍্যামলী পরিবহন- অটো মুখোমুখি সংঘর্ষে, নিহত-২ আহত ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২ ১১:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২ ১১:৪৬

ছবি সমসাময়িক

স্টাফ রিপোর্টার।।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমবাড়ীর কাছাকাছি দৌলতপুর নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহণ (ঢাকা মেট্রো-ব ১৫১৭৬৬) ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আফতাবউদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৫০) ও উপজেলার করঞ্জি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে ইছাহাক আলী। আহত অটোবাইকে চালক আশাদুজ্জামান একই ইউনিয়নের তুলশিপুর গ্রামের বাসিন্দা। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার দিকে চিরিরবন্দর উপজেলার আমবাড়ী ব্রীজের নিকট এদুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার এসআই আব্দুর কাদের ও পুনট্টি ইউপি চেয়ারম্যান মোঃ নুর-এ-কামাল ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, "পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডাইরী করা হয়েছে"।


আপনার মূল্যবান মতামত দিন: